পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন সুখবর। ICDS তথা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা বড় সুযোগ। নিয়োগ টি হবে পশ্চিমবঙ্গের কিছু ব্লকের শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।
পদের নাম: অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।
মোট শূন্য পদ: 500টি।
নিয়োগ হবে মুর্শিদাবাদ জেলার কিছু ব্লকে। অফিসিয়াল ওয়েবসাইট নীচে দেওয়া আছে, সেখান থেকেই অনলাইন এ ফিলাপ করে নিন।
শিক্ষাগত যোগ্যতা: অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।
এছাড়া অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করার সুযোগ পাবেন।
বয়স: 18 থেকে 45 বছর। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। তবে এখানে 65 বছর পর্যন্ত আপনি চাকরি করার সুযোগ পাবেন।
বেতন - অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 8250 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য 6300 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
এই পদের জন্য 50 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে।
*লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের-
গণিত – 10 নম্বর
ইংরেজি – 10 নম্বর
জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান এবং মর্যাদা – 10 নম্বর
সাধারণ জ্ঞান – 5 নম্বর
*মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের।
(3) 5 বছরের অভিজ্ঞতার ঊর্ধ্বে প্রতি 3 বছরের জন্য 5 নম্বর এই ভিত্তিতে সর্বাধিক 10 নম্বর।
তারিখ: 
নোটিশ প্রকাশ - 10.12.2022
আবেদন শুরু - 10.12.2022 
আবেদন শেষ -  07.01.2023 
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট:
1. বয়সের প্রমাণপত্র (Self Attested)।
2. বাসিন্দা প্রমাণপত্র (Self Attested)।
3. কাস্ট সার্টিফিকেট ।
4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
5. পাসপোর্ট সাইজের ফটো 3 কপি।
6. ভোটার কার্ড
Notice Download-
Apply now:
OFFICIAL WEBSITE: 
______________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-

 
No comments:
Post a Comment