রাজ্যে প্রচুর ভলেন্টিয়ার কর্মী নিয়োগ || WB Volenteer Recruitment 2022-23 || Para Legal Volunteers Recruitment 2022-23
আমাদের রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন সুখবর। নিয়োগ হতে চলেছে ভলেন্টিয়ার পদে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
Employment No- 83/DLSA
পদের নাম- Para Legal Volunteers
মোট শূন্যপদ- ৪৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছরের উপরে হওয়া আবশ্যক।
বেতন- দৈনিক বেতন ৫০০/- টাকা।
শূন্যপদের বিন্যাস-
Bankura Sadar Sub Division– Bankura Sadar- 10, Bankura I- 1, Bankura II-2, Barjora-2, Chhatna-2, Gangajalghati-2, Mejia-2, Onda-2, Saltro-2, Khatra Sub Division- Khatra-2, Indpur-1, Hirbandh-1, Ranibandh-1, Raipur-1, Sarenga-1, Simlapal-1, Taldangra-1, Bishnupur Sub Division- Bishnupur-3, Indas-1, Joypur-1, Patrasayer-1, Kotulpur-1, Sonamukhi-1
আবেদন পদ্ধতি-
এখানে আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নেবেন। সম্পূর্ণ আবেদন পত্র টি সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
The Chairman, District Legal Service Authority, Bankura, Address- ADR Building, District Judge Court Compound, Bankura, Pin- 722101.
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩
Official Notification:
Official Website:
___________________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments