ছোট গল্প - শত্রু-মিত্র || লেখক - সামসুজ জামান || Short story - Satru Mitra || Written by SAMSUZ ZAMAN

 



শত্রু-মিত্র

       সামসুজ জামান



 ইনটেনসিভ কেয়ার ইউনিট এর বাইরে থেকে কাঁচ ঘেরা কেবিনের দুটো বেডের দিকে ক্রমাগত চোখ রাখছিলো জনার্দন। দুটো বেডের একটাতে তার ছেলে যতীন এবং অন্যটাতে ছোট ভাই বলরাম। চোখ থেকে টস টস করে জল পড়ছিল জনার্দনের। ভাবছিল কি করে এমন সব কিছু এলোমেলো হয়ে গেল?

দুটো পরিবারের মধ্যে ইদানিং কালের সম্পর্কটা খুব খারাপ অবস্থায় পৌঁছে ছিল। কিন্তু এমন সম্পর্ক তাদের মধ্যে আগে কোন দিনই ছিল না। বরং সকলেই পাড়ার মধ্যে এই দাদা ভাইয়ের একেবারে হরিহর আত্মার সম্পর্কের কথা জানত। তবে সব বদলে গেল একটা রাজনৈতিক কারণ থেকে। বলরাম, সাগর বাবুর রাজনৈতিক দলে নাম লেখানোর পর থেকেই। জনার্দন চিরকালই দীপেশ বাবুর পার্টির একজন সক্রিয় কর্মী। পার্টির একজন নামকরা জান লড়িয়ে দেওয়া কর্মী হিসেবে পরিচিত ছিল দীপেশ রায়ের পার্টিতে, তার ডানহাত বাঁহাত বলা হত।   

বলরাম ছেলেটা সমাজকর্মী হিসেবেই পরিচিত কিন্তু সে যখন সাগর বাবুর রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে থেকে কাজকর্ম করা শুরু করল তখন থেকেই নানাভাবে তার উপর চাপ এল। সে যেন ওই পার্টির সমস্ত কাজ থেকে নিজের নামটা তুলে নেয়। বলরাম জানতো দুর্নীতির সঙ্গে তার কোনো আপস নেই। আর সে পার্টির কাজ করবে গরিব দুঃখী জনগণের স্বার্থেই, রাজনৈতিক ধামাধরা কোন কাজ কর্মের জন্য সে পার্টিতে নাম লেখায়নি।

এক রাতে সে যখন ঘুমোচ্ছে, কেউ এসে তার নাম ধরে ডাকতেই কিছু না ভেবে সে দরজা খুলে দিয়েছিল। দীপেশ রায়ের পার্টির লোকজনরা মুখে মুখোশ পড়ে তার ঘরে এসে আক্রমণ চালাল। মোটামুটি ভাবে হুমকি দেয়া হয়েছিল,তবে মুখোশের আড়াল থেকে দু-একজন যে দুটো থাপ্পর দেয়নি তা নয়। বলরামের সেদিন থেকে যেন জেদ আরো বেশি চড়ে গেল এবং সে প্রতিজ্ঞা করল কোনভাবেই পার্টি থেকে নাম তুলে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

  জনার্দন বেশ হাসি খুশির সঙ্গেই বাড়িতে ফিরল তবে ছোট ছেলেটার কান্না শুনতে শুনতে। তার বউ তারামণি জানাল ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, বারবার পেটে হাত রাখছে কিন্তু বুঝিয়ে বলতে পারছে না কি তার অসুবিধা। তার বউ আরও বলল- দেওর কে জানাব? ওদের তো এখন রাজনৈতিক ক্ষমতা হাতে রয়েছে। হয়তো ছেলেটার কোন ভাল ব্যবস্থা হতে পারে চিকিৎসার। কথাটা শুনেই চিৎকার শুরু করে দিলো জনার্দন। তারামণি চুপ করে গেল ভয়ে।

এখন কেউ বলরাম কে দল থেকে দূরে রাখার কথা ভাবতেই পারেনা। ছেলেটা ইতিমধ্যেই যেভাবে নাম কামিয়েছে, বিশেষ করে গরীবগুর্বো মানুষেরা বলরামদা বলতে যেন অজ্ঞান। যেকোনো ধরনের ঝামেলা, অশান্তি , অভাব-অভিযোগ, সমস্যা যাই ঘটুক না, বলরাম এক পায়ে খাড়া। আর তার বাড়ি থেকে সাহায্য সহযোগিতা ও প্রচুর মাত্রায়। বলরাম পার্টিতে নাম লেখানোর আগে ভাবেনি কিন্তু পিছন থেকে যদি স্ত্রী সুনন্দা সাহায্য সহযোগিতা না করলে সে একজন সফল রাজনৈতিক কর্মী হিসেবে এভাবে বিবেচিত হতো না।

সমস্যাটা এখান থেকেই শুরু হয়েছিল। জনার্দন কোনমতেই সহ্য করতে পারছিল না বলরামের রাজনৈতিক কর্মকাণ্ড। গোপনে গোপনে গ্রামের ধান্দাবাজ ছেলেদের লড়িয়ে দিয়ে নানাভাবেই অশান্তি সৃষ্টি করার জন্য এক পায়ে খাড়া ছিল সে। আর গত পঞ্চায়েত ভোটে সাগর বাবুর রাজনৈতিক দল জয়লাভ করার পর থেকেই জনার্দন আর বলরাম একেবারে সাপে-নেউলে। অবশ্য সেটা মূলতঃ জনার্দনের দিক থেকেই। তারা একই জ্ঞাতি-গোষ্ঠীর কিন্তু এখন তাদের দুটো পরিবারকে দেখলে কেউ অন্তত একথা বলবে না। 

 বলরাম সেদিন আসছিল রাস্তা দিয়ে বৌদি ছুটে এসে বলল- ভাই, একটা কথা বলব,রাখবে? একটু অবাক হয়ে বলরাম বলল - বৌদি ওই ভাবে বলছ কেন? কি দরকার বল না?

- বলতে পারি কিন্তু দাদা জানলে আমার আর কিছু বাকি রাখবে না।

- তুমি নির্ভয় বলো। - উত্তর দিল বলরাম।

- ছেলেটার কি যে হচ্ছে পেটের মধ্যে, খুব অসুবিধা, অস্বস্তি, কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে। তোমার দাদা তো নজরই রাখে না। অনন্ত বাবুর হোমিওপ্যাথিই ভরসা। তবে দিন দিন বাড়ছে, আমি তো মা, তাই বুঝি- বলতে বলতে হাউ মাউ করে কেঁদে ফেলল বউদি। - একটু ব্যবস্থা করে দাও না ভাই যেমন করে হোক।

 বলরাম ডক্টর সিকদার কে ফোন করে ঘটনাটা জানালো। বৌদিকে বলল তুমি যেভাবে হোক ডঃ শিকদারের কাছে নিয়ে যাও ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। উনি চিকিৎসা করাবেন কিন্তু দাদাকে আমার নাম জানিও না তাহলে চিকিৎসা করাতে দেবে বলে মনে হয় না। বউদি ওই অবস্থায়ও একটু হাসল, বলল – সে আর আমি জানি না!

 বৃষ্টি হচ্ছিল কদিন থেকে প্রচুর মাত্রায়। তার মাঝেই ময়ূরাক্ষী যেন একেবারে নিজের স্রোত উজাড় করে দিল। বন্যায় গ্রামকে গ্রাম তলিয়ে যাবার জোগাড়। এমনিতেই নন্দপুরের সাধারণ মানুষের বড় বেহাল অবস্থা। এরপর থেকে গ্রামীণ মানুষগুলোর সর্বাঙ্গীণ অবস্থা খুব খারাপ পর্যায়ে পৌঁছলো। প্রথম দু-চারদিন তারা কোনমতে কষ্টেসৃষ্টে চালিয়েছিল। নিজেদের ঘরের লাউ, কুমড়ো, এঁচোড়, ইত্যাদি নিয়ে ভাগ-যোগ করে দুটো ভাত কোনরকমে তারা গিলতে পারছিল। কিন্তু ঘরের অবস্থা সবারই খারাপ। তাই বেশিদিন চালানোর মত সামর্থ্য ছিল না।

 খুব তৎপর হয়ে বলরাম, সাগরবাবুর মাধ্যমে গ্রামের মানুষদের জন্য অনেক ত্রাণসামগ্রী জোগাড় করেছিল। বরাবরই সাগর বাবুর তার উপর খুবই ভরসা। বলরাম নিজের বাড়ির একটা ঘরে সেসব সামগ্রী যত্ন করে রেখে দিচ্ছিল অসহায় মানুষদের মুখের গ্রাস। মাথায় তুলে রাখার মত সম্পদ এগুলো তার কাছে। একটু একটু করে এসব তার সঙ্গী সাথী নিয়ে সে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিল।

সেদিন সকালবেলায় তার বাড়ির সামনের দরজায় ধাক্কাধাক্কি শুনে বলরাম ছুটে বেরোতেই, মানিক বলল- দাদা, দেখেছো, তোমার ঘরের পিছন দিকের দরজা ভাঙ্গা। শুনে আঁতকে উঠল বলরাম। সে কিরে! বলিস কি? বন্যার ত্রাণসামগ্রী সব তো ওঘরেই রাখা আছে! দ্রুত সবাই মিলে ছুটল সে ঘরের দিকে। যা ভাবা তাই! ত্রাণ সামগ্রীর ছিটেফোঁটাও কোথাও নেই।

 গ্রামে উত্তেজনা বাড়লো। বিরোধী দল থেকে বলাবলি শুরু হল-প্রথম প্রথম ভালো কাজ দেখিয়ে বলরাম সকলের সমীহ আদায় করে নিয়েছে। কিন্তু আসলে সে একটা ফেরেববাজ, শয়তান। গোপনে এই ত্রাণের সামগ্রী বিক্রি করে তার পকেটস্থ করেছে সে।

 থানা পুলিশ হল। আত্মপক্ষ সমর্থনের তেমন কোন সুযোগ তার সামনে ছিল না। সুতরাং গ্রেফতার হল বলরাম। কেস চলতে থাকলো তবে সাময়িকভাবে তাকে জামিনে মুক্তি দেওয়া হল। আরো কিছুদিন যেতে না যেতে উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে বলরাম নির্দোষ প্রমাণিত হলো। সদর থেকে গ্রামে ফিরতেই বলরাম শুনল ভাইপো যতীন কে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তার কিডনির অবস্থা খুব খারাপ। কদিন ধরেই ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল। সময়ে সময়ে বলরাম ডঃ; শিকদারের কাছ থেকে সব খবরই পাচ্ছিল। রোগীর খুব অবস্থা খারাপ হওয়ায় শিকদার স্যর তাকে পাঠিয়েছেন সদর হাসপাতালে।

 তার দুটো কিডনিই একেবারে অচল। খুব কষ্ট পাচ্ছে ছেলেটা। জনার্দন এসে ভাইয়ের হাত দুটো ধরে বলল- কিছু ব্যবস্থা কর। ভাইপো টা যে মরে যাবে! ভাইপোর খবর শুনেছিস? তার কিডনির খুব সমস্যা। আমার মত মানুষ পয়সা কড়ি কোথায় পাবো বলতো? কিডনি জোগাড় করা তো চাট্টিখানি কথা নয়! 

অনেক দৌড়ঝাপ করে বলরাম কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করে ভাইপো কে স্থানান্তরিত করল। দুটো কিডনিই তার অচল। সুতরাং কিডনি ট্রান্সপ্লান্টেশন এর ব্যবস্থা না করলে এই ছেলের বাঁচার কোন সম্ভাবনাই নেই। দাদা তার হাত দুটো ধরে কেঁদে ফেলল- আমার মত মানুষের পক্ষে কি করে সম্ভব বলতো কিডনির আমি কি ব্যবস্থা করব? বলরাম বলল তুমি ভাবছো কেন তোমার ছোট ভাই তো বেঁচে আছে এখনো। এরপরের কাহিনী ইতিহাস।

ইনটেনসিভ কেয়ার ইউনিট এর ভিতর এখন সেই দুটি প্রাণী। একটি বেডে বলরাম, অন্য বেডে ভাইপো যতীন। বলরাম খুব সানন্দে ভাইপো যতীনকে তার একটা কিডনি দানের অঙ্গীকার করেছে। সবকিছু মিলে যাওয়ায় চিকিৎসকদের পক্ষ থেকেও কোন অসুবিধার সৃষ্টি হয়নি। অপারেশন থিয়েটারের মধ্যে দু'ঘণ্টা কিভাবে অতিবাহিত হয়েছে তা বলে বোঝানো মুশকিল। তিনটি প্রাণী বাইরে দাঁড়ানো - দুই ভাইয়ের স্ত্রী এবং জনার্দন। একটু দূরে গ্রামের অগনিত লোকজন। সাগর বাবু নিশ্চিন্ত থাকতে পারছেন না, দশ বার আসা-যাওয়া করছেন। অপারেশন থিয়েটার থেকে নির্বিঘ্নে বলরাম এবং যতীনকে বের করে আনা হয়েছে। তারপর থেকেই আই সি ইউ এর কেবিনে বাইরে থেকে তারা নিষ্পলক চোখ রেখে দাঁড়িয়ে আছে। অক্সিজেন, রক্ত, স্যালাইন, কি না কি চলছে! দুটো দেহ পাশাপাশি বেডে - একজন দাতা অন্যজন গ্রহীতা।

একসময় ভিতর থেকে কাঁচের দরজা খুলে নার্স একটু উঁকি দিতেই তৎপর হয়ে দৌড়ে গেল সুনন্দা আর তারামণি - কি হয়েছে, কেমন আছে? – উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল ওরা দুজন। নার্স জানাল- কিডনি গ্রহণ করে ছেলেটি সুস্থ হয়ে উঠছে বেশ,তবে অজ্ঞান অবস্থায় থাকবে আরও দশ বার ঘন্টা। কিন্তু কিডনিদাতার এখনো বিপদ কাটেনি, ঠিকভাবে জানতে সময় লাগবে আরও চব্বিশ ঘন্টা। -ঠাকুর, রক্ষে কর আমার ভাইকে- আর্তনাদ করে উঠল তারামণি। আর অধরটা দাঁতে কামড়ে ধরে থর থর করে কেঁপে উঠল সুনন্দা।

চোখের পলক পড়ে না দু-তিনটি প্রাণী একভাবে হাসপাতালের দরজার বাইরে অপেক্ষমান। কখন ভালো খবর আসে এই অপেক্ষায়। 

– একটু জল খাও তো বোন, বলে তারামণি জলের বোতলটা জোর করেই সুনন্দার হাতে গুঁজে দিয়েছে। আর ঠিক সে সময় হঠাৎই- সরে যান, সরে যান, বলতে বলতে দু-তিন জন ডাক্তার ছুটে গেলেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে। মুহূর্তেই যেন হাসপাতাল চত্বর টা অন্য রূপ পেল। ডাক্তার নার্সদের তড়িঘড়ি ছোটাছুটি, মুহুর্তের মধ্যে যেন পরিস্থিতি টাকে একটা উত্তেজনার শিখরে পৌঁছে দিল।

 -কি হয়েছে, কাঁচের দরজার কাছে বিস্ময়ে ছুটে গেল সুনন্দা। - আরে সরে যান তো! কাজের ডিস্টার্ব করবেন না - বলতে বলতে একজন নার্স সুনন্দাকে প্রায় ধাক্কা মেরে ভিতরে ঢুকে গেল। কেবিনের গ্লাসে চোখ রেখে সুনন্দা আর তারামণি দেখছিল ভিতরে কি কান্ড ঘটছে। কিন্তু হঠাৎ স্ট্যান্ড দেওয়া পর্দা দিয়ে ঘিরে দেওয়া হলো বলরামের বেড টা। ভিতরে ডাক্তার নার্সদের ছুটোছুটি বাইরে থেকে দেখার আর উপায় রইল না ! এক-একটা মুহূর্ত যেন এক-একটা দিন-রাত্রি সমান। 

বড় জা ছোট কে সান্তনা দিচ্ছিল - ভয় পেয়ো না বোন, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো ....... আরো কি কি বলতে যাচ্ছিল। ভিতর থেকে একজন সিস্টার বেরিয়ে এসে খবর দিলেন- কিডনি নিয়ে বাচ্ছাটা তো বেশ ভাল, খুব ভালভাবেই কিডনি নেওয়া-দেওয়া হয়েছে। তবে কিডনি দাতার অবস্থা ক্রমশঃ খারাপ হচ্ছিল আর দুর্ভাগ্য যে আমরা অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারলাম না! কথাগুলো শোনা মাত্রই সুনন্দা এক মুহূর্ত চুপ করে ভাবল- সে কি ঠিক কথা শুনল? তার স্বামী সত্যি বেঁচে নেই? তারপরেই পাগলের মত চিৎকার করে উঠল- এই ডাইনি চুপ কর, বাজে কথা বলার জায়গা পাস নে! 

    বাইরে বেরিয়ে আসা এক ডাক্তারবাবুর পা দুটো ধরে জনার্দন তখন পাগলের মত চিৎকার করছে- আমার ভাইকে বাঁচান ডাক্তারবাবু, আমার ভাইকে বাঁচান! ওর মতো মানুষ দুটো হয় না। ওকে যা হোক করে ফিরিয়ে দিন, আমি ওর সাথে কোনদিন আর দুর্ব্যবহার করব না, আপনি যা হোক করে ওকে ফেরান ডাক্তারবাবু। ডাক্তারবাবু সান্ত্বনা দিলেন- তা কি আর হয় ভাই, যে যাবার সে চলে গেছে। তাকে ফেরানো কি আর আমাদের হাতে?

 কোন কথাই শুনতে চাইছিল না জনার্দন – চিৎকার করে বলল -জানেন ডাক্তারবাবু, আমার ভাই আসলে দেবতার মত। ডাক্তার বাবু, আপনারা চেষ্টা করে ওকে ফিরিয়ে দিন যেমন করেই হোক। ডাক্তার বাবু জনার্দনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন বাবা যা হবার হয়েছে আর তো আমাদের কিছু করার নেই। তুমি ঘরে ফিরে যাও। ভাইয়ের দেহ সৎকার করার ব্যবস্থা করো। 

সাগর বাবু আর তার লোকজন সবাই তখন ভীড় করে এসে দাঁড়িয়েছে। জনার্দন ডাক্তারবাবুকে ছেড়ে ছুটে গিয়ে বৌমার পা দুটো চেপে ধরল - জানো বৌমা একদিন তোমাদের ঘর ভেঙে বন্যা ত্রাণের সামগ্রীগুলো লোকজন নিয়ে আমরা চুরি করেছিলাম, অকারনে ওকে কলঙ্কিত করতে। সে কথা বুঝতে পেরেছিল বলরাম কিন্তু প্রতিশোধ নেয়নি, এমনই দেবতার মত মানুষ আমার ভাই। তার বদলে ও নিজের কিডনি দিয়ে আমার ছেলেকে বাঁচিয়ে আজ নিজে নিজে চলে গেল। বৌমা বলতো এই শাস্তি আমি কি করে মাথা পেতে নিই? কি করে সহ্য করি? 

সুনন্দা তখন পাথরের মত মুখ করে ভাসুরের দিকে তাকিয়ে। ঠিক বোঝা যাচ্ছিল না সে রক্তমাংসে গড়া কোন মানুষ, নাকি পাথরে গড়া কোন প্রতিমা!

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ