নাড়ির টান - অমল বিশ্বাস || Narir Tan - Amol Biswas || Bengali Poem || Poetry || Kobita || কবিতা
নাড়ির টান
অমল বিশ্বাস
ক্ষত-বিক্ষত পায়ে
কাঁটাতার পেরুতে গিয়ে যে বিভেদের রেখা পড়ে
মন বলে, তা নৈতিক না।
পায়ে ধুলো মেখে
পরদেশে একটি বারান্দায় উঠতে
একজন মা দরজায় দাঁড়িয়ে বলে, আয় বাবা
ধুলো পায়ে ঘরে আয়,
ঐ ধুলোর মধ্যে আছে আমারও নাড়ির টান।
যখন পায়েপায়ে মায়ের বাড়া ভাতে হাত রাখি
তাঁর শুকনো চোখের জল মিশে যায়
পদ্মা ও গঙ্গার স্রোতে।
স্নিগ্ধ হাতের তালু মাথায় রেখে বলে,
হৃদয়ের অঞ্চলে শুধু কান্নার কৌলিন্যতা না
আত্মিক সৌহার্দ্যের স্পর্শ
উঠিয়ে দিতে চায় নেতাদের অনৈতিক হিসেব,
সৃষ্টি করতে চায় পুনরায় একই অবস্থান
একটি ভাষায়।
মায়ের চোখে ভেসে ওঠে
পান্তাভাত, কাগুজে লেবু, কাঁচালঙ্কার ছবি,
মায়ের ক্ষত-বিক্ষত পায়ে
হাত ছুঁয়ে যখন প্রণাম করতে যাই
মা আমার কাঁদোকাঁদো সুর গেয়ে ওঠে
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।"
Comments