একগুচ্ছ - প্রিয়াংকা নিয়োগী || Eekgucho - Priyanka Niogi || Bengali Poem || Poetry || বাংলা কবিতা
একগুচ্ছ
প্রিয়াংকা নিয়োগী
অম্র পল্লব প্রয়োজনে ব্যাবহার হয়,
একসাথে সব পাতাই ঠিক হতে হয়।
কল্পনা গুচ্ছগুলো মুখরিত হয়,
যখন বাস্তব ছুয়েও ছোয়া যায়না।
একগুচ্ছ গোলাপ শোভা পায়,
যখন মর্যাদা পায়!
গোলাপের কদর থাকেনা,
যদি প্রত্যাখান করা যায়।
একগুচ্ছ "আশা" আকাঙ্খায় পরিণত হয়,
আশা যখন বাস্তব রুপ নেয়।
গল্পগুচ্ছ পরিণত হয়,
যখন গল্প সাজানো হয় গুচ্ছাকারে।
প্রতিটি ফুটে ওঠা ফুল পূর্ণতা পায়,
পূর্ণাকারে ব্যবহার করা হয়,
বিন্দু বিন্দু দুঃখ হতে হতে,
বাসা হয় কষ্টের,
ছোটো ছোটো খুশি থেকে,
বড়ো হয় সুখ।
Comments