Monday, May 1, 2023

পাথেয় - রমা খাঁ || Patheyo - Roma Kha || Bengali Poem || Poetry || Kobita || কবিতা

 পাথেয় 

   রমা খাঁ 


জীবনের একটুকরো ভালোলাগা 

লেখা রইল মনের পাতায় 

জানি উজানের পলি 

ঢেকে দেবে এই ক্ষণটুকু

চিরতরে মুছতে নয় -

ভাটার টানে কখনো বা 

চিক চিক করে উঠবে অক্ষরমালা 

প্রাপ্তির ঝুলিতে পাথেয় রূপে। 



                 

No comments: