Wednesday, May 31, 2023

নব আনন্দে জাগো - শুভ্রা ভট্টাচার্য || Naba anande jago - Suvra Bhattacharya || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 নব আনন্দে জাগো

  শুভ্রা ভট্টাচার্য



নববর্ষ জীবন চলমানতায় প্রচলিত উৎসব

একটি বছর পার করার সাজো সাজো রব,

নতুনের প্রতি সদাই বিশেষ আগ্রহ উদ্দীপনা

নতুনত্বেই নিহিত সুপ্ত বীজে অমিত সম্ভাবনা।


পুরাতনের ব্যর্থতা নৈরাশ্য গ্লানি ক্লেদ ভুলে

নব উদ্যমে নতুন আশায় বাঁচার উন্মাদনা,

পুরনো সব না পাওয়ার হিসাব নিকাশ ছেড়ে 

নতুন বছরকে সাদরে গ্রহণের ব্যাকুল প্রার্থনা।


লালিত ইচ্ছেদের উল্টিয়ে পাল্টিয়ে দেখে

মনেতে সাজাই কত আশা প্রত্যাশার স্বপ্ন,

আনমনে গোছানো আগামী ভবিতব্যেরা

নতুনত্বের স্বাদ আস্বাদনের আগ্রহে মগ্ন।


পুরনো বছর হতে অনিচ্ছার ভুল শুধরিয়ে

পাই ভবিকালের শক্ত খুঁটি নির্মাণের দীক্ষা,

লক্ষ্য পূরণের কঠিন পথটিকে সুগম করে

দৃপ্ত পদক্ষেপে সম্মুখে এগিয়ে চলার শিক্ষা।


পুরানের রেখে যাওয়া স্মৃতিবিস্মৃতির আলোড়ন

ঘটায় প্রকৃতি পরিবেশ মনুষ্য সভ্যতার বিবর্তন,

বর্ষবন্দনায় অনাবিল আনন্দে উদ্ভাসিত জীবন

সোনালি পাখা মেলে নতুন স্বপ্নের জাল বুনন।


সুস্থ রুচিতে সুশৃঙ্খলে এ উৎসব সুস্বাগতম

আশাবাদী প্রাণে জাগে সম্প্রীতির মেলবন্ধন,

প্রকৃতি প্রাণের সখ্যতায় স্থবিরতা কাটিয়ে

জৈব অজৈব সম্মিলনে মননসত্তায় বর্ষবরণ।

No comments: