ভালবাসার টীকা - কাজল মৈত্র || Valobasar Tika - Kajal maitra || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

ভালবাসার টীকা

      কাজল মৈত্র 


কে পরিয়েছে তোমার কপালে

ভালবাসার অমোঘ টীকা ,

কিসের টানে তুমি নেমেছ

পৃথিবীর ছায়াময় পথে ,

তোমার চোখের শুকনো জলে

একটা ভিসুভিয়াসের জন্ম নেয় ,

তোমার ওষ্ঠে নামুক বৃষ্টি

বৃষ্টি হল প্রেম

আর প্রেম মানে নতুন জীবন।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র