নববর্ষ - অভিজিৎ দত্ত || Noboborsho - Avijit Dutta || Bengali Poem || Poetry || Kobita || কবিতা
নববর্ষ
অভিজিৎ দত্ত
নতূন বছর দিচ্ছে ডাক
সব অন্ধকার মুছে যাক
নববর্ষের নতূন আলোকে
সব কালিমা যাক ঘুচে।
নববর্ষে করবো শপথ
পরিবেশ রক্ষায় আমরা
সব হবো তৎপর।
নতূন, নতূন গাছ লাগাবো
পরিবেশকে সুন্দর করবো।
নববর্ষে করবো শপথ
নিজেরা ভালো করে তৈরি হয়ে
দেশসেবায় হবো তৎপর।
নববর্ষ দিচ্ছে ডাক
মানুষের মধ্যে সব ভেদাভেদ
দ্রুত ঘুচে যাক।
নববর্ষ দিচ্ছে ডাক
শিক্ষার আলো ছড়িয়ে যাক।
নববর্ষে করবো শপথ
দেশরক্ষায় আমরা সব
হবো তৎপর।
Comments