পারি - সুশান্ত সেন || Pari - Susanta Sen || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 পারি

সুশান্ত সেন



শুধু কবিতার জন্য সব পারি

এত বড় সাহস ত ছিল না।

তাই গা বাঁচিয়ে বাঁচিয়ে ,

দাবি গুলো মেটাতে মেটাতে 

যত টুকু পারা যায় , ততটুকুই ---

এখন সাঁঝ বেলাতে 

তাই

যত টুকু পারা যায় , ততটুকুই ---

ততটুকুই ---

এর বেশি কিছু পারিনা , সে জানে

তাই কবিতা কে রেখে দিই সামনের 

                     ফুলভরা বাগানে ।





Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র