এপ্রিল সংখ্যা ২০২৩ || April Sonkha 2023
সম্পাদকীয়:
বিচ্ছেদের সুর তুলে মাঝি নৌকার পাল তোলে। শুধু কবিতা দিয়ে এর রূপক ঘেঁটে দেখো, মাঝির হৃদয় অন্তরালে উত্তাল ঢেউ। এখানে ভয় আছে, ডুবে যাওয়ার কিংবা ভয় আছে দ্বীপ ছেড়ে অতল গহ্বর ছেড়ে কোনো এক অচীন প্রদেশের কিনারায় আটকে যাওয়ার। এ এক অমোঘ প্রেমের উচ্ছ্বাস ও বিকাশ। নীল সমুদ্রে সফেনের আগুনে বিষের জ্বালা ধিকিধিকি। মাঝি গান তোলে। সমুদ্রের রূপক, নদীর রূপক হারিয়ে যায় খাতার পাতায়।
তবু কবি কবিতা লেখে। শুরু হয় নিরন্তর চাঞ্চল্যতা। কবিও শিকার হয় বিষ ভরা সফেনে। নদী শুধু চুমু দেয়। সহবাসের আশায় লিপ্ত সমুদ্রের মধ্যিক্ষাণের দ্বীপ। কবি এখান থেকে হেরে যায়। ভালো লাগা শেষ। প্রয়োজন মিটে গেছে। নদী দ্বীপ সমুদ্র সব এক , সবাই কবিকে ঠকায়। শোষিত হয় মাঝি। কবি শুরু করে একলা থাকার অভ্যেস। কবি এবার তার কলম তোলে , সুর তোলে মাঝি।
এইরকম শুরু হোক কবির কলম। লিখে ফেলুন। আমরা আপনার পাশে আছি। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সেই নৌকা। লিখুন, লেখাকে ভালো বাসুন, পড়তে থাকুন আমাদের সকলের প্রিয় পত্রিকা ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিন।
ধন্যবাদান্তে
World sahitya adda সম্পাদকীয় বিভাগ
___________________________________________________
-: বিজ্ঞাপন :-
১.
##প্রাপ্তিস্থান - কলেজ স্ট্রীট এ দেজ, দে বুক স্টোর, ধ্যানবিন্দু,ধানসিরি বইঘর (বরো অফিসের পাশের গলিতে) , রিড ইন (সন্তোষপুরে ) , বহরমপুরে বিশ্বাস বুক সটল,কৃষ্ণনগরে মুদ্রা, মালদায় পুনশ্চ
___________________________________________________
২.
মহাকাব্যিক সংলাপ(প্রথম খন্ড),আবৃত্তিযোগ্য কবিতা সংকলন
বিনিময়-১২৫/-
মহাকাব্যিক সংলাপ(দ্বিতীয় খন্ড),আবৃত্তিযোগ্য কবিতা সংকলন
বিনিময়-২০০/-
গ্রন্থগুলি মহাকাব্যিক ব্যতিক্রমী চরিত্রগুলির জীবন সংঘর্ষের কাহিনীগুলির কাব্যিকরূপে উপস্থাপিত এক আবৃত্তিযোগ্য কবিতা সংকলন৷
——————————————
দ্বিতীয় কাব্যগ্রন্থ "সাঁঝবেলার সুর" একটি ভিন্ন স্বাদের কবিতা সংকলন৷
বিনিময়-৩০০/-
প্রকাশক-আনন্দ প্রকাশন(কলেজ স্ট্রীট,কোলকাতা)
বইগুলি প্রাপ্ত করার জন্য যোগাযোগ-
শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত
mob.no-9800841833
__________________________________________________
৩.
___________________________________________________
বি.দ্র:- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নীচের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।
Comments