বিষণ্নতা - সায়ন তরফদার || Bisonnata - Sayan Tarafdar || Bengali Poem || Poetry || Kobita || কবিতা
বিষণ্নতা
সায়ন তরফদার
এই নক্ষত্রখচিত রাত্রি থেকে
নেমে আসে বিষণ্নতার লেখচিত্র
চাঁদের গায়ে লেগেছে মিথ্যে অবসাদ।
বৃষ্টি এলে ঠোঁটে ঠোঁট আটকে যায়
পুরোনো অভ্যেসে
মাপা হয়না দূরত্বের দৈর্ঘ্য-প্রস্থ
শরীর থামতে জানে না
তাই খুঁজে নেয় মিথ্যে সুখ।
অপ্রকাশিত প্রেমের মধ্যে
জমতে থাকে এক হাঁটু জল
আকাশের দিকে চেয়ে থেকে
জড়িয়ে ধরি রাতের নিস্তব্ধতাকে
কথা বলি নক্ষত্রের সাথে, তোর সাথে,
নিজের সাথে–
আমি তোকে হারানোর ভয়ে
কখনো নিজের কাছে পাইনি।
Comments