মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
ক্ষুধা
শ্যামল রক্ষিত
প্রতিদিন ধুলো ঝাড়ি আকাশের
ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে
ঋতুকে কাছে ডাকি
ক্ষুধার জামাকাপড় পরে
সময়ের গাছ থেকে নক্ষত্রগুলো পেড়ে আনি
আলো খাই
অন্ধকার খাই
খাই সমগ্র বিশ্বকে ৷
Post a Comment
No comments:
Post a Comment