তোমায় দিলাম - শাশ্বত বোস || Tomai dilam - Saswata Bose || Bengali Poem || Poetry || Kobita || কবিতা
তোমায় দিলাম
শাশ্বত বোস
তোমায় দিলাম একফালি রোদ, বৃষ্টিমুখর দিন
মেঘলা আকাশ, জলের কণা, দৃষ্টি অমলিন|
তোমায় দিলাম, অবুঝ আমি, সবুজ পাতার গান
পুকুর পাড়ের দমকা বাতাস, ঝোড়ো শালিধান|
তোমায় দিলাম, চৈতালি চাঁদ, ইফতারি বেল জুঁই
অন্ধ বাউল একতারা গায়, মেঠো গানে ছুঁই|
তোমায় দিলাম, শহুরে গান, বিপন্নতার রোজ
ঢাক গুড় গুড় মেঘের আওয়াজ, মেঘবালিকার খোঁজ|
তোমায় দিলাম, একমাথা চুল, এলোকেশীর বেশে
সোনার কাঠি, রুপোর মালা, পথভোলাদের দেশে|
তোমায় দিলাম, ঝাপসা বিকেল, ঝিমোনো রোদ্দুর
এক ছুট্টে ভিজতে চাওয়া, সাতটি সমুদ্দুর|
তোমায় দিলাম মেয়েবেলা, এলানো বেণী,
চিনেছ আমায়? বুঝেছ কি? সাদা পাতায় শব্দ বুনি|
পুতুল খেলা, খোলা জুতো, সাদা ভ্রমর
তোমায় দিলাম, একলা আকাশ, বৃষ্টি ভেজা, মাটির সফর|
Comments