Wednesday, May 31, 2023

অনুভব‌‌ - রমা খাঁ || Onuvab - Rama Khan || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 অনুভব 

রমা খাঁ 


নিজেকে লুকাবে কি করে 

আমার অতল নির্জনতায় ভেজা তোমার আড়াল 

তোমার না বলা কথা আমার ঠোঁটে, 

আমার পলকে তোমার চোখের ইশারা 

তোমার প্রতিটি অনুভূতি আমার অনুভবে, 

তোমার সৃষ্টির আমি বুদবুদ, দাবার দানের বোরে

তোমার আনন্দের ঝরনা আমার বুকে  

তোমার ভ্রূর ভাঁজে ধরে রাখা - ফেলে আসা

 বিকেল আমার গোধূলিতে 

তোমার আশায় আমার স্বপন, 

তোমার উন্মুক্ত চলাচল আমার সম্মুখে 

তোমার নৈঃশব্দে আমার ধূসর রিক্ততা, 

তোমার জীবন - সলিলে আমি তরঙ্গ। 


                            

No comments: