বৃক্ষের প্রতিবাদ - বাপী নাগ || Brikker Pratibad - Bapi nag || Bengali Poem || Poetry || Kobita || কবিতা

 বৃক্ষের প্রতিবাদ

    বাপী নাগ 



সবুজ গাছপালা আমি আজ 

কেন হারিয়ে গেছি?

তোমাদের অযত্নে অবহেলায়

আমি ধ্বংস হচ্ছি।


মাঠের পর মাঠ ছিলাম আমি

ঘরবাড়ি তৈরি হয়েছে।

ঘরের নানা ফার্নিচার তৈরিতে 

আমায় বলি দিয়েছে।


আদিম যুগ থেকে চিরসবুজ 

বাঁচিয়েছি সবার প্রাণ।

কেন আমার প্রতি অত্যাচার

নেই যে আমার সম্মান।


পৃথিবী রবে না আমায় ছাড়া

পারবে না তো বাঁচতে।

কষ্ট দিয়ে কেটে ফেল মরতে

চাই না তোমার হাতে।


বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই

ফলবে না সোনার ফসল।

বৃক্ষহীন মানে,প্রাণহীন শ্মশান

জীবন হবে সবার অচল।


প্রতিবাদের সুরে বলতে চাই

বাঁচিয়ে রাখো আমায়।

আলো বাতাস ফলমূল দিয়ে 

বাঁচিয়ে রাখবো তোমায়।


অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচাই

তবু কেন বলিদান?

ভালোবেসে যত্ন করে রেখো 

আমাদের এই প্রাণ।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র