আগুন পিয়াসি প্রভাত - গাজী সাইফুল ইসলাম || Agun piyasi Pravat - Gaji Saiful Islam || Bengali Poem || Poetry || Kobita || কবিতা

 আগুন পিয়াসি প্রভাত

গাজী সাইফুল ইসলাম



বুকের অতল গহ্বরে কোথাও

ফুটে আছে ফুল গনগন আগুনের

আসবে না জানি তুমি এখনই 

বৃথাই অপেক্ষা ওই মধু ফাল্গুনের।


আমি দেখি ও মুখে জলন্ত সূর্য 

ভিসুভিয়াসের নগ্নিকা অগ্নুৎপাত

তবুও জাগি যে রক্তহিম শপথে

আগুন পিয়াসি উত্তপ্ত প্রভাত।


হিমালয় ঝড় জাপানি সুনামি

হাতের তালুতে নিয়ে নাচুক দৈত্যরা

বহু আকাঙ্ক্ষার কেন্দ্রভূমি তুমি

প্রিয়তমা তোমাকে যাবে না পর করা।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র