ষড়যন্ত্র - শ্রী অচিন্ত্য সেনগুপ্ত || Sorojontra - Sri. Achinta Sengupta || Bengali Poem || Poetry || Kobita || কবিতা
ষড়যন্ত্র
শ্রী অচিন্ত্য সেনগুপ্ত
শব্দ ও অর্থ'র পারস্পরিক সম্পর্ক'কে যথাসম্ভব ম্রিয়মান করে দেওয়ার,মনে হয় কেউ যেন ষড়যন্ত্র করেছে৷
শব্দগুলো যাতে শব্দের ভিত্তিভূমি থেকে শিথিল হয়ে, গোত্রহীন হয়ে পড়ে৷তারপর সেই ছিন্নমূল শব্দগুলো একসঙ্গে নিয়ে তালগোল পাকিয়ে দেওয়া,যাতে এক মহা সরগোলের আঁধার নেমে আসে৷
সেই কোলাহলের মাঝপথে হারিয়ে যাবে শব্দগুলোর অর্ন্তনিহিত অর্থের আসল পরিচয়৷তারপর দিশাহীন বিভ্রান্ত হয়ে মহাকালের গর্ভে পঞ্চত্ব লাভ করবে৷
পরবর্তিতে অন্তসারশূন্য শব্দগুলো ক্রিতদাসের মতো
বাজারে স্বল্পমূল্যে বিকিয়ে যাবে৷
সেই বিক্রিত ক্রিতদাসেরা নিজের প্রভুর ঈশারায়
কাটপুতলির মতো সমস্ত চিন্তাধার,মূল্যবোধকে
সমূলে ধ্বংস করবে৷
চারদিকে কান পাতলেই সেই সরগোল শোনা যাচ্ছে৷
মনে হয় কেউ যেন ষড়যন্ত্র করেছে৷
তবুও এই ক্ষয়িষ্ণুতার মধ্যেও কেউ যেন অন্তরাল থেকে বলছে -
শব্দদের এই অবমূল্যায়ন,শব্দকৌলিন্যের অবক্ষয় রুখে দেওয়া যাবে৷
এখনও কিছু নিবেদিতপ্রাণ শব্দপ্রেমিক আছেন,যারা শব্দদের এই গণসংহার হতে দেবেন না৷
যদি তারা আছেন,যেখানেই আছেন জেনে রাখুন তাদের হাতে সময় খুব অল্প আছে৷
মনে হয় কেউ যেন ষড়যন্ত্র করেছে ৷
Comments