Monday, May 1, 2023

খোকার স্বপ্ন - মহুয়া হাজরা || Khokar Swapno - Mohua Hazra || ছড়া || Bengali Poem || Poetry || Kobita || কবিতা

 খোকার স্বপ্ন

মহুয়া হাজরা


রাতের বেলা আঁধার করে

বৃষ্টি নামে অঝোর ঝরে,

সারারাতই মেঘের ডাকে

যাচ্ছে তন্দ্রা টুটি।


ঘুমটি ভাঙে ভোরের বেলা

উঠোন জুড়ে জলের মেলা,

নৌকা গড়ে কাগজ দিয়ে

 সবাই বেঁধে জুটি।


এমন সময় যায় যে দেখা

দূর গগনে রবির রেখা,

হাসছে কেমন খিলখিলিয়ে

মেঘের ফাঁকে ফাঁকে।


সকাল ফুরায় সন্ধ্যা আসে

শেষ বিকেলের ছায়া ভাসে,

আকাশ জুড়ে তারার আলো

পূর্ণিমা চাঁদ ঢাকে।


ঘুমায় খোকা স্বপ্ন দেখে

জাদুর কাঠি গেছে রেখে,

পরীর রানী চুপটি করে

পূর্ণ হবে আশা।


ঘুমের রেশে পরীর দেশে

যায় চলে সে ভেসে ভেসে,

নীল পরীটি ডেকে কাছে

দেয় যে ভালোবাসা।।

No comments: