Sunday, July 30, 2023

সূর্য - কাজল মৈত্র || Surja - Kajal maitra || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 সূর্য

কাজল মৈত্র 


সূর্য আজ জোনাকির মতো অনুভূতিহীন

জানি না কবে নেমেছে আঁধার

এই ঘ্রাণহীন রাতে নেই নেই রব

কেমনে বাঁচবে এই হিংসাহীন জীবন

জনতার ভিড়ে চাপা পড়ে যায় সূর্যের রং ।

No comments: