মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
সূর্য
কাজল মৈত্র
সূর্য আজ জোনাকির মতো অনুভূতিহীন
জানি না কবে নেমেছে আঁধার
এই ঘ্রাণহীন রাতে নেই নেই রব
কেমনে বাঁচবে এই হিংসাহীন জীবন
জনতার ভিড়ে চাপা পড়ে যায় সূর্যের রং ।
Post a Comment
No comments:
Post a Comment