Sunday, July 30, 2023

একটি অস্থির চিত্ত যুবক - সুশান্ত সেন || Ekti Aasthir Yuvak - Susanta Sen || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 একটি অস্থির চিত্ত যুবক

              সুশান্ত সেন


পারি না কোনই কারিকুরি

পারি না হাঁটতে সমাজে

চাই ত থাকতে নিজের মনেই

মন নেই কোন কাজে।


তাই ত গেলাম লেহ ও লাদাখ

এবং অমরনাথ

তিরুপতি ও সালেম গেলাম

অনেক ঘাত ও প্রতিঘাত।


অস্থির মন অস্থির কাল

কি হবে ভবিষ্যতে

ভাবনা ভাবনা ভাবনা কেবল

দিন চলা কোন মতে ।




No comments: