একটি অস্থির চিত্ত যুবক - সুশান্ত সেন || Ekti Aasthir Yuvak - Susanta Sen || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 একটি অস্থির চিত্ত যুবক

              সুশান্ত সেন


পারি না কোনই কারিকুরি

পারি না হাঁটতে সমাজে

চাই ত থাকতে নিজের মনেই

মন নেই কোন কাজে।


তাই ত গেলাম লেহ ও লাদাখ

এবং অমরনাথ

তিরুপতি ও সালেম গেলাম

অনেক ঘাত ও প্রতিঘাত।


অস্থির মন অস্থির কাল

কি হবে ভবিষ্যতে

ভাবনা ভাবনা ভাবনা কেবল

দিন চলা কোন মতে ।




Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ