উচ্ছিষ্টভোগী - আনন্দ গোপাল গরাই || uchistobhogi - Ananda Gopal Garai || Bengali Poem || Poetry || বাংলা কবিতা
উচ্ছিষ্টভোগী
আনন্দ গোপাল গরাই
খাবারের সারগুলো চিবিয়ে চুষে নিয়ে
ফেলে দেয় ছোবড়াগুলো
তাই নিয়ে পরম সুখে খাও তোমরা
রাস্তার কুকুরের মতো।
আহা, কী তৃপ্তি!
ওরাই লেলিয়ে দেয় তোমাকে
তোমারি ভাই এর সাথে
ওদের আসনটাকে 'সেফ' রাখার জন্যে।
ওরা তো জানে----
চুপ হয়ে যাবে তোমরা
একটুকরো কষা মাংস পেলে
মালের সাথে মৌজ জমাবার জন্যে।
বড়জোড় আর একটু বেশি---
কোনো সুন্দরী ললনার
একটুখানি সান্নিধ্য ক্ষণিকের জন্যে। আহা, কী তৃপ্তি!
Comments