এই জীবন গুবরে পোকা
আসরাফ আলী সেখ
চামড়াগুলো
খসিয়ে দিয়ে উল্লাস দেখলাম
শুধুমাত্র
একটা অসহায় আত্মার আর্তনাদে সাড়া দিতে গিয়ে
আকাশ
কানে আঙ্গুল দিয়ে মেঘগুলো জমিয়ে রাখতে
ভেসে যাচ্ছে
পাঞ্জাবি দরজা জানলা
ভেসে উঠছে
দাদা-দাদিদের মেলে দেওয়া স্বপ্নগুলো
অট্টহাস্যে হেলান দিয়ে সময়ের চেয়ার
চকহাতে
ব্ল্যাকবোর্ডের আলোর স্বপ্নে ঢেলে দিয়েছে রক্ত
অন্যের হাতে হাত দিয়েছে প্রিয়া এই সময়
ক্লীবের চেয়েও ক্লীব
মাটিতে
গগিয়ে শৈশব অলৌকিক
এই জীবন গুবুরে পোকা
No comments:
Post a Comment