এ ভাবে - সুশান্ত সেন || Ea vabe - Sushanta sen || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems
এ ভাবে
সুশান্ত সেন
এ ভাবে নয় ও ভাবে
এই রকম নির্দেশ প্রতিপদে।
এই রাস্তায় নয় ওই রাস্তায়
ওই যে রাস্তায় বেলফুলের গাছ
সেই রাস্তা ধরে সোজা চলে আসুন।
মানতে মানতে
নির্দেশ গুলো মানতে মানতে
কখন যে স্ব - ইচ্ছার কথা
বেমালুম ভুলে গেলাম সে আর
মনে করতে পারি না।
এখন আবার নানা রকমের মত হয়েছে।
কবিতা লেখাতেও।
যাচাই করার মানদণ্ডের কাছে
দু দন্ড যে দাড়াব তার উপায় নেই,
পেছন থেকে ঠেলা মারছে
মৌমাছির দল ,
ওরা বেরিয়েছে মধু আহরণে।
এগিয়ে চলুন এগিয়ে চলুন
সময় যে ফুরিয়ে যাবে।
Comments