মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
তুমি
শ্যামল রক্ষিত
হে
দূরের পাখি
তোমাকে নির্মাণ দেব
এমন শাশ্বত সন্ধ্যা কোথায়
আমি পলক ফিরে চেয়ে দেখি
ক্ষণজীবন নিয়ে তুমি একা একা বসে আছ
মগজের মগডালে ৷
Post a Comment
No comments:
Post a Comment