তুমি - শ্যামল রক্ষিত || Tumi - Shyamal Rakhshit || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems
তুমি
শ্যামল রক্ষিত
হে
দূরের পাখি
তোমাকে নির্মাণ দেব
এমন শাশ্বত সন্ধ্যা কোথায়
আমি পলক ফিরে চেয়ে দেখি
ক্ষণজীবন নিয়ে তুমি একা একা বসে আছ
মগজের মগডালে ৷
Comments