গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ - সেক্রেটারি পদে || Gram Panchayat Secretary recruitment 2024 || Wb job news || Panchayat Recruitment 2024
গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ - সেক্রেটারি পদে || Gram Panchayat Secretary recruitment 2024 || Wb job news || Panchayat Recruitment 2024
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যের হাওড়া জেলা পরিষদের অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক নিয়োগ। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে তা নীচে আলোচনা করা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য :
যে পদে নিয়োগ করা হবে -
1. সহায়ক / Sahayak :
মোট শূন্যপদ- এই সহায়ক পদে শূন্যপদ রয়েছে মোট 47 টি।
যোগ্যতা- আবেদনকারী মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া পঞ্চায়েতে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বেতনক্রম- প্রার্থীদের বেতন দেওয়া হবে মাসিক 5,400 – 25,200 টাকা ।
2. গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি / Gram Panchayat Secretary :
মোট শূন্যপদ- এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে শূন্যপদ রয়েছে মোট 31 টি।
যোগ্যতা- আবেদনকারী প্রার্থীদের অন্ততপক্ষে 3 বছর পঞ্চায়েতে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বেতনক্রম- প্রার্থীদের বেতন দেওয়া হবে মাসিক 5,400 – 25,200 টাকা ।
3. ডেপুটি সেক্রেটারি / Deputy Secretary:
মোট শূন্যপদ- এই ডেপুটি সেক্রেটারি পদে শূন্যপদ রয়েছে মোট 8 টি।
যোগ্যতা- আবেদনকারী প্রার্থীদের পঞ্চায়েতে কর্মরত থাকতে ।
বেতনক্রম- প্রার্থীদের বেতন দেওয়া হবে মাসিক 7,100 – 37,600 টাকা।
এছাড়া এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
নিয়োগ পদ্ধতি :
সবার প্রথম হবে লিখিত পরীক্ষা এবং তারপর হবে ইন্টারভিউয, এই দুটি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন পদ্ধতি :
এখানে শুধুমাত্র অফলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার জন্য সর্বপ্রথম নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এটি একটি ফর্ম। তারপর সেটি প্রিন্ট করিয়ে সম্পূর্ণ ও সঠিক ভাবে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা :
The Executive Officer, Howrah Zilla Parishad
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন করার শেষ তারিখ 05/01/2024 তারিখে।
গুরুত্বপূর্ণ লিংকগুলি :
১) সহায়ক পদের অফিসিয়াল নোটিশ:
২) গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের অফিসিয়াল নোটিশ -
৩) ডেপুটি সেক্রেটারি পদে অফিসিয়াল নোটিশ -
অফিসিয়াল ওয়েবসাইট:
Comments