Tuesday, January 2, 2024

শীত কথা - আবদুস সালাম || Sitkotha - Abdus Salam || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 শীত কথা

আবদুস সালাম



আমরা অপেক্ষা করি একেকটা বিবর্ণ শীতের

ফেলে দেওয়া উচ্ছিষ্ট নবান্নের পিঠে পুলি ভক্ষণ করি

শীতার্ত হৃদয় মন্দের ভালো খোঁজে


পৃথিবীর সব সুখী মানুষের উচ্ছিষ্ট পড়ুক আমাদের পাতে

জুবুথুবু শীত মুখ দিয়ে বেরোয় ভাপ


রোজ আমরা লাল সূর্য দেখি সকালে

রাতের আকাশে দেখি তারার লুকোচুরি

বিছানা হীন ,বালিশ হীন ফুটপাত আমার কতো প্রিয়

নিদ্রাহীন রাতের বিছানায় নগ্ন হাঁটুর ঠকঠকানী

গোড়ালি আর ঠোঁট ফাটার শীতালী কাব্য


পৃথিবীর সব সুখের মানুষের প্রতিকূলে দিলাম ঘৃণার অক্ষর

তোমার আমার কবিতা পড়ে অনুভবের শীত কাব্য

শীতের ভোরে খক,খক দলা পাকানো সর্দি নিয়ে লিখে দিলাম আমার কাব্য কথা

সিমেন্টের বস্তার তোষক আর 

চটের বস্তার বালিশ

No comments: