রাজ্যে ৯ হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ || WB Nurse Recruitment 2024 || WB Staff nurse recruitment 2024 || WB Job news 2024 || WB Nursing || Gnm nursing || Nurse Recruitment || Bsc nursing


 


রাজ্যে ৯ হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ || WB Nurse Recruitment 2024 || WB Staff nurse recruitment 2024 || WB Job news 2024 || WB Nursing || Gnm nursing || Nurse Recruitment || Bsc nursing 



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যে নতুন হাসপাতাল গুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। 



কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।


মোট শূন্যপদ - রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী-সহ একাধিক পদে প্রায় ৯ হাজার শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। মোট শূন্যপদের মধ্যে নার্স পদে ৬ হাজার,  কমিউনিটি স্বাস্থ্য কর্মী পদে ২ হাজার, ডাক্তার পদে ১ হাজার শূন্যপদ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্যে একাধিক সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরি হয়েছে। অনেক হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর করা হয়েছে। এজন্য প্রচুর নার্স, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন আছে। 



কখন নিয়োগ হবে -  কয়েকটি পদে ইতিমধ্যে নিয়োগের কাজ শুরু হয়েছে। এবছর জুন-জুলাইয়ের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

বেতন - 14000 থেকে 60000 টাকা 

শিক্ষাগত যোগ্যতা -

স্টাফ নার্সে আবেদনের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠানের ডিগ্রি থাকা আবশ্যক। জেনারেল নার্সিংয়ের ট্রেনিংপ্রাপ্ত ও বেসিক B.Sc নার্সিংয়ের শংসাপত্র থাকলে এই পোস্টে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া ইচ্ছুক প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি বাংলা ও নেপালি বলতে ও লিখতে জানতে হবে তাঁদের।


Official website - Click here

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ