যাযাবরি কথায় আশাবরী সুর - গৌতম ঘোষ-দস্তিদার || Jajabari kothay Asabori surr - Goutam Ghosh dastidar || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry
যাযাবরি কথায় আশাবরী সুর
গৌতম ঘোষ-দস্তিদার
নদির বুকে ভিজবো ভেবে গেলাম,
নদিতো আমায় সিক্ত করেনি
পাহাড়ের কাছে মাথা নিচু করেছিলাম,
কই সে-ও তো আমায় রিক্ত করেনি
অরণ্য যেদিন ডেকে নিয়ে গ্যালো
মুখ জুড়ে টোল এঁকে দিয়ে গ্যালো
সিক্ত শরীর ঢেকে দিয়ে গ্যালো
চুমুতে দুগাল মেখে দিয়ে গ্যালো…
কথা তো কতো না বলার ছিলো
যাযাবর আমি কইতে পারিনি
ভাঙা ফ্রেম জুড়ে প্রেম পড়েছিলো,
আশাবরী তবু গাইতে পারিনি...
Comments