মন
সুশান্ত সেন
মনে বিভেদ মনে জ্বালা
মনে বসে আছে বিচিত্র কথামালা
দেশ আর নেই নেই সরস্বতী নদীর চলন
অবাধ্য অশান্ত এক মন।
যারা সম্পদ'শালি
তারা কেবলই
ডাক ধাক বাজনা বাজায়
টিকে থাকা বড় দায়।
বিদেশি অতিথি ও আসে
ঘন ঘন শ্বাস পড়ে ঘাসে
ফেবু দিয়ে গন্ধ
ভরে যায় আসে পাশে।
বিষ প্রয়োগে জাগে বিশ্বায়ন
রাহেনা হয়ে যায় একান্ত আপন।
No comments:
Post a Comment