Thursday, May 2, 2024

মন - সুশান্ত সেন || Mon - Susanta sen || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 মন 

সুশান্ত সেন


মনে বিভেদ মনে জ্বালা 

মনে বসে আছে বিচিত্র কথামালা 

দেশ আর নেই নেই সরস্বতী নদীর চলন 

অবাধ্য অশান্ত এক মন।


যারা সম্পদ'শালি

তারা কেবলই

ডাক ধাক বাজনা বাজায়

টিকে থাকা বড় দায়।


বিদেশি অতিথি ও আসে

ঘন ঘন শ্বাস পড়ে ঘাসে

ফেবু দিয়ে গন্ধ 

ভরে যায় আসে পাশে।


বিষ প্রয়োগে জাগে বিশ্বায়ন

রাহেনা হয়ে যায় একান্ত আপন।




No comments: