লক্ষ্যপথ - আনন্দ গোপাল গরাই || Lokhyapoth - Ananda gopal garai || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry
লক্ষ্যপথ
আনন্দ গোপাল গরাই
ভাবনাগুলো ভিড় করে এসে মনের আকাশে
খন্ড খন্ড কালো মেঘের মতো
মাঝে মাঝে ঢেকে দেয়
স্বচ্ছ চিন্তার সূর্যটাকে
অন্ধকারে হাতড়ে বেড়াই পথ
কানামাছির ভোঁ ভোঁ খেলার মতো
এদিকে ওদিকে হাত বাড়িয়ে ছুঁতে চাই লক্ষ্যটাকে
পাইনা নাগাল--- ফিরে আসি ব্যর্থ মনোরথে।
লক্ষ্যহীন জীবনের পথে
কতদিন হেঁটে যাব জানিনা
কখন ছুঁতে পারব লক্ষ্যের বুড়িটাকে
জানা নেই তাও। তবু থামব না পথে
পথ হোক যতোই বন্ধুর
বাঁধার কাঁটাবন পেরিয়ে
রক্তাক্ত পায়ে হেঁটে
একদিন পৌঁছে যাব
কাঙ্খিতের দেশে।
Comments