হাইফেন!
গোবিন্দ মোদক
প্রেম ও ভালোবাসার মধ্যে কতোটুকু দূরত্ব থাকলে
সম্পর্কের রসায়নে বালি চিকচিক করে,
তার কোনও সর্বজনগ্রাহ্য হিসাব হয় না।
তবুও যখন ফুলদানির বাসিফুল পরিবর্তনের অছিলায়
ঘরে নিয়ে আসা হয় কৃত্রিম ফুলসম্ভার,
তখন কাঁটার আঁচড়ের গায়েও অভিমান জাগে,
আর তাজা ফুল শুকিয়ে যাবার অবকাশে
তৈরি হয় যোজন-দূরত্ব ....!
তখন নৈঃশব্দের প্রহর শুধু মালা জপে যায় —
এক .... দুই .... তিন .... চার ….
শত .... সহস্র .... অযুত .... নিযুত বার ....;
সম্পর্কের ফাটল ক্রমশ: বলশালী হতে থাকে
সময়ের সঙ্গে সঙ্গে।
অথচ হে প্রেমের ঈশ্বর!
তুমি রচনা করেছো সমূহ সম্ভাবনা
যেখানে প্রেম-ভালোবাসার মধ্যে
চিরকাল অবস্থান করে অনিবার্য একটি হাইফেন!
No comments:
Post a Comment