শোণিত-শোষণ - অনুপম বিশ্বাস || Sonito soson - Anupam biswas || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry
শোণিত-শোষণ
অনুপম বিশ্বাস
সাইরেনের তীব্র ধ্বনি বেজে উঠতেই
সাধারনেরা ক্রন্দনে নিজেকে লুকিয়ে রাখে,
বোম-গুলির আঘাতে একজনের পর একজন
অনেক সুখের জীবন হারাতে থাকে।
ধ্বংস লীলায় বাসভূমি
রক্ত মাখা শশানে পরিনত হয়,
মানুষের মনে গনগনে চিতার আগুন
তাজা রক্তের গঙ্গা বয়।
হিংসা-ক্ষোভ-লালসার
বশে মানুষ আজ পাথর,
গঙ্গায় হারিয়ে যায় শঙ্খ ধ্বনি
কৃপা লাভের আশায় কাতর।
জল হীন সমুদ্র ভরে ওঠে চোখের জলে
মাথাধরা,আবছা স্মৃতিপটে লেগে থাকা ১৯৯৩ সাল,
যুদ্ধ!যুদ্ধ!যুদ্ধ!ফুটন্ত রক্ত ছিটকে ওঠে,
জীবনের সংকেত আজও লাল।
Comments