রাজ্যে জমি রেজিস্ট্রি অফিসে কর্মী নিয়োগ || WB Govt Job Reqruitment || Land Register office recruitment 2022

 





পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। বিভিন্ন জেলার  জমি রেজিস্ট্রি অফিসে নতুন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তি ভিত্তিক।  পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-




পদের নাম -  সফটওয়্যার সাপোর্ট পারসোনাল ।

শিক্ষাগত যোগ্যতা - PGDCA/ B.Sc (Computer Science)/ BCA/ DOEACC ‘A’ level course 3 বছরের অথবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।


আবেদন পদ্ধতি -

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ টি ডাউনলোড করে নেবেন। সেখানে ফর্ম পাবেন। সেই ফর্মটি পূরণ করুন তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিন, সবশেষে একটি খামে ভরে নীচে দেওয়া ঠিকানায় পাঠাবেন না 


প্রয়োজনীয় ডকুমেন্ট-

1.বয়সের প্রমাণ (মাধ্যমিক অ্যাডমিট)

2. শিক্ষাগত যোগ্যতা ( পদ অনুযায়ী যা জরুরি) 


3. পরিচয় পত্র বা আইডি কার্ড 

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. কাস্ট সার্টিফিকেট( যদি থাকে)

 উল্লেখিত ডকুমেন্টের জেরক্স কপি পূর্ণ করা ফর্মের সাথে জুড়ে দেবেন।


আবেদন জমা করার ঠিকানা -
The Additional District Magistrate & District Land & Land Reforms Officer, Alipurduar and Chairman, District Selection Committee, Dooars Kanya, 4th Floor, Room No.411, P.O. Alipurduar Court, District Alipurduar, Pin-736122.


আবেদনের শেষ তারিখ -

 ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  আবেদন প্রক্রিয়া চলবে 08/06/2022 তারিখ পর্যন্ত।
আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। 



নিয়োগ প্রক্রিয়া -  
প্রথমে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে কম্পিউটার টেস্ট। সবশেষে ইন্টারভিউ।





অফিসিয়াল নোটিশ -


অফিসিয়াল ওয়েবসাইট -


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ