পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্থায়ী পদে গ্রুপ-ডি পিয়ন নিয়োগ || punjab national bank recruitment 2022 || মাসিক বেতন 14,800 টাকা থেকে 28,200টাকা




##পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন (Peon) পদে কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে মুর্শিদাবাদ জেলার সার্কেলের ব্যাংক গুলি তে পিয়ন পদে কর্মী নিযুক্ত করা শুরু হয়েছে। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল-




পদের নামঃ পিয়ন (Peon)



মাসিক বেতনঃ প্রতিমাসে 14,800 থেকে 28,200 টাকা বেতন পাবেন ‌ এছাড়া পাবেন অন্যান্য ফেসিলিটি।


 

বয়সঃ বয়স অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। ST, SC, OBC সরকারি নিয়মে ছাড় পাবেন।


 
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ। এছাড়া ইংরেজি পড়া এবং লেখার ক্ষমতা থাকতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট।



 
নিয়োগের স্থানঃ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ব্রাঞ্চে নিয়োগ টি হবে।



শুন্যপদঃ ৮টি। 




আবেদন প্রক্রিয়াঃ

দরখাস্তের আকারে একটি ফর্ম বানিয়ে নিতে হবে। দরখাস্তে তে সমস্ত তথ্য দিতে হবে তা নীচে দেওয়া হল। এই দরখাস্তের দরকারি নথিপত্র সেঁটে দিতে হবে। একটি খামে ভরে খামটি নীচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

খামের উপর লিখতে হবে- ‘‘সাব অর্ডিনেট ক্যাডারে পিওন পদের জন্য দরখাস্ত’ ।


নিয়োগ পদ্ধতি-
আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, কোন রকম ইন্টারভিউ দিতে হবে না। প্রার্থীবাছাই হবে প্রার্থীর বয়স এবং শিক্ষাগত যোগ্যতার মানের ভিত্তিতে । 



 
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ
To Circle Head, Punjab National Bank, Murshidabad Circle Office , Murshidabad, 26/11, Shohid Surja Sen Road , PO - Baharampur, Murshidabad, Pin -742101.





 
দরখাস্তে যেসমস্ত তথ্য দিতে হবেঃ

( ১ ) স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল , 

( ২ ) বয়স , শিক্ষাগত যোগ্যতা , কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল,

( ৩ ) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল (যদি থাকে) , 

(৪) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো ( দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ) , 

(৫) পান কার্ড বা , আধার কার্ডের প্রত্যয়িত নকল ,

( ৬ ) নিজের নাম - ঠিকানা লেখা ও উপযুক্ত ডাকাটিকিট সাঁটা একটি খাম ।


 
শেষ তারিখঃ 20 মে, 2022



Official Website: 

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ