ডেটা এন্ট্রি অপারেটর এর কর্মী নিয়োগ, বেতন -২১,১৮৪ প্রতি মাসে || Data Entry oparator Recruitment 2022 || Becil Recruitment 2022 || Government Jobs News


 


   
পশ্চিমবঙ্গ তথা ভারতীয় ছাত্রদের কাছে নতুন চাকরির সুখবর আছে। আবার নতুন নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে। প্রতিটি চাকরি প্রার্থীর ইচ্ছা একটি সম্মানজনক চাকরি করার। তাদের আর অপেক্ষা করতে হবে না। চলে এলো নতুন চাকরির সুযোগ। এই চাকরির সুযোগ নিয়ে এল ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টট্যান্ট ইন্ডিয়া লিমিটেড। এখানে ডেটা এন্ট্রি পদে আপনাকে নিয়োগ করা হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
 এই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। মোট ৮৬ টি পদে নিয়োগ করা হবে। ৬ মে থেকে ২২ মে অবধি এই পদে আবেদন করা যাবে। কী ভাবে এই পদে আবেদন করবেন, এক নজরে দেখে নেওয়া যাক…


পদের নাম - ডেটা এন্ট্রি অপারেটর।

মোট শুন্যপদ- ৮৬ টি

শিক্ষাগত যোগ্যতা-
যদি আপনি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সঙ্গে থাকতে হবে টাইপিং এ দক্ষতা। ইংরেজি তে টাইপ করে মিনিট এ  ৩৫ টি শব্দ এবং হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া MS-Office এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন-

আপনাকে প্রতিমাসে ২১,১৮৪/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য ৭৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৪৫০ টাকা আবেদন ফি  জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

অনলাইন এ আবেদনের সুযোগ পাবেন। প্রথমেই BECIL অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে যাবতীয় তথ্য পূরণ নথি আপলোড করতে হবে। সব শেষে ফি জমা করতে হবে।  


Official notice-


Official Website-

 



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ