খেলো ইন্ডিয়ার আন্ডারে ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ || Sports Authority of India Recruitment 2022 || SAI Young Professionals Recruitment 2022 || Govt jobs news
আবার একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার কদিনে ইয়ং প্রফেশনাল পদে নতুন কিছু লোক নেওয়া হবে। চাকরি প্রার্থীদের জন্য এটা একটা নতুন সুখবর। প্রতিবছর ভারতের খেলো ইন্ডিয়ার আন্ডারে ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হয়। এবছর ও তাই হতে চলেছে। তাই দেরি না করে চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেখে নিন।
পদটির নাম-
ইয়ং প্রফেশনাল (Young Professionals- General Management)
বেতন- 40,000 60,000 টাকা প্রতি মাসে।
বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স 35 বছরের কম হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীর থাকতে হবে রে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে দুই বছরের পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি।
মোট শুন্যপদ- 50 টি ।
আবেদন পদ্ধতি-
উপরে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিংক নীচে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-
(1) post-graduation course Certificate.
(2) date of birth certificate.
(3) postgraduate degree Mark sheet.
(4) graduation degree Mark sheet.
(7) graduation course Certificate.
(8) Work experience Certificate.
(9) sports achievement Document if any.
এই সমস্ত ডকুমেন্ট স্কান করতে হবে। সব শেষে অনলাইন এ ফর্ম ফিলাপ এর প্রিন্ট আউট নিয়ে নেবেন।
গুরুত্বপূর্ণ তারিখ-
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ শে এপ্রিল এবং আবেদন চলবে ১২ ই মে পর্যন্ত।
Official Website-
Official notice-
Comments