অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি
পরিচিত নাম উপনাম
•এশিয়ার মুক্তি সূর্য ----    ইন্দিরা গান্ধি
 ● মাস্টারদা ----    সূর্য সেন
● মহীশূরের বাঘ ---- টিপু সুলতান
 ● শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ----   গদাধর চট্টোপাধ্যায়
 • ভারতের তোতাপাখি ----     আমির খসরু
 • চৈতন্য ---- বিশ্বম্ভর মিশ্র
 •ভারত পথিক ----         রাজা রামমোহন রায়
 •ভারতের পক্ষীমানব ---- সেলিম আলি
 • মহারাষ্ট্রের সক্রেটিস ----      এম.জি.রানাডে
 ● দেশপ্রাণ ----            বীরেন্দ্রনাথ শাসমল
• সারেন্ডার নট / রাষ্ট্রগুরু ----      সুরেন্দ্রনাথ ব্যানার্জী
 • কালী মির্জা ----         কালীদাস চট্টোপাধ্যায়
 • বাবাসাহেব ----        ভীমরাও আম্বেদকর
 
• কাকাবাবু ----        মুজফ্ফর আহমেদ
 • এশিয়ার আলো ----        গৌতম বুদ্ধ
• স্বর কোকিলা ---- লতা মঙ্গেশকর
• ফুটবলের আইনস্টাইন ----     ডেভিড বেকহ্যাম
• ভারতের নাইটিঙ্গেল ----     সরোজিনী নাইডু 
 ● লেডি উইথ দ্য ল্যাম্প ----     ফ্লোরেন্স নাইটিঙ্গেল
 • তানসেন ----     রামতনু মিশ্র 
 • ভারতের শেক্সপিয়র ----      মহাকবি কালিদাস
 •ভারতের নেপোলিয়ান ----    সমুদ্রগুপ্ত
• ভারতের ম্যাকিয়াভেলি ----    চাণক্য
 • কাশ্মীরের আকবর ----      জয়নাল আবেদিন
● মহামতী ---- গোপালকৃষ্ণ গোখলে
 •আন্না        ----        সি এন আন্নাদুরাই
 •উড়ান পরি/সোনার মেয়ে ----    পি টি ঊষা
 •উইজার্ড,হকির জাদুকর ----    ধ্যানচাঁদ
 • হরিয়ানা হ্যারিকেন ----      কপিলদেব নিখাঞ্জ
 • ভারতীয় জাতীয়তাবাদের দাদিমা ----    অ্যানি বেসান্ত
 •ভারতীয় জাতীয়তাবাদের জননী ----    মাদাম কামা
• ভারত ছাড়ো  ----                অরুণা আসফ আলি
  আন্দোলনের নায়িকা              
•ভিশি      ----               গুন্ডাপ্পা বিশ্বনাথ
 • চিকা   ----             কৃষ্ণমাচারী শ্রীকান্ত
 • টারবুনেটর, ভাজ্জি ----      হরভজন সিং
 • স্মোকিং জো ----             ভিভ রিচার্ডস
• রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ----     শোয়েব আখতার
 • ইম্মি লায়ন অব্ লাহোর ----      ইমরান খান
● স্মাইলিং অ্যাসাসিন ----           মূরলিথরন
•পান্টার, চায়নাম্যান ----           রিকি পন্টিং
•ফুটবল সম্রাট, ও রেই ----     পেলে
 • ইউরোপের পেলে, কালো চিতা ----         ইউসেবিও
• কাইজার   ----          ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
• গ্যালোপিং মেজর, গোলমেশিন ----      পুসকাস
• দাদা, মহারাজ ---- সৌরভ গাঙ্গুলি 
● চাইনিজ ওয়াল/চিনের প্রাচীর ----     গোষ্ঠ পাল                                    

 
No comments:
Post a Comment