দুয়ারে সরকার প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর কাজে নতুন কর্মী নিয়োগ || Data Entry oparator Recruitment 2022 || WB government jobs news
পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। প্রতিটি বেকার চাকরি প্রার্থীদের জন্য নতুন আশা দেখাচ্ছে দুয়ারে সরকার। রাজ্যে চালু হওয়া দুয়ারে সরকার প্রকল্পে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্লকে ব্লকে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
পদের নাম - ডেটা এন্ট্রি অপারেটর।
কি কি কাজ করতে হবে-
রাজ্যে চলছে 'দুয়ারে সরকার' প্রকল্প। তাই ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় ক্যাম্প বসছে। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার ও আরও বহু প্রকল্পের ফর্ম গুলি রেজিষ্ট্রেশন করতে হবে। সেখানে ডেটা এন্ট্রি অপারেটর এর কাজের জন্য লোক নেওয়া হচ্ছে।
বেতন-
এখানে মোটা টাকার দৈনিক মজুরি দেওয়া হবে। দৈনিক 500 টাকা দেওয়া হবে।
কি কি যোগ্যতা লাগবে-
তেমন কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। শুধু ডেটা এন্ট্রি জ্ঞান, সামান্য ইন্টারনেট সম্পর্কে জ্ঞান এবং স্বচ্ছ বানান লেখার ক্ষমতা থাকলেই হবে। এই কাজের আপনার অবশ্যই laptop থাকতে হবে।
আবেদন পদ্ধতি---
এখানে অফলাইন ও অনলাইন কোনো রকম আবেদন পত্র জমা করতে হবে না। সরাসরি নিজের নিজের ব্লক অফিসে গিয়ে ডাটা এন্ট্রির কাজের আধিকারিকে এর সাথে যোগাযোগ করুন। যদি বর্তমানে আপনার এলাকায় ডেটা এন্ট্রি লোক লাগে এবং আপনি যদি এই কাজের উপযুক্ত হোন তাহলে আপনাকে কাজ দেওয়া হবে এবং সম্পূর্ণ কাজের তথ্য আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।
বি.দ্র- এই নিয়োগ টি কোনো সরকারি নোটিশ এ বের হয় না। নিয়মিত খোঁজ রাখুন আপনার ব্লকে। যদি লোক প্রয়োজন হয় তাহলে আপনার সুযোগ আসতে চলেছে।
জয় হিন্দ। জয় ভারত।🙏🙏🙏
Comments