ভারতীয় রেলে নতুন নিয়োগ || Indian railway Recruitment 2022 || RRB kolkata
ভারত তথা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার রেলে নতুন নিয়োগ হতে চলেছে।
ভারতের দক্ষিণপূর্ব - মধ্য রেলের অধিনস্ত রাইপুর ডিভিশন ও রাইপুর ওয়াগন রিপেয়ার শপে 'অ্যাপ্রেন্টিস' হিসাবে ১,০৩৩ জন লোক নেওয়া হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-
অ্যাপ্রেন্টিস পদের নাম-
ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, টার্নার, ইংলিশ স্টেনোগ্রাফার, হিন্দি স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটরি ইন্সপেক্টর, মেকানিক ডিজেল, মেশিনিস্ট, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স।
মোট শুন্যপদ- ১,০৩৩ জন।
শিক্ষাগত যোগ্যতা-
মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে দরকার এন.সি.ভি.টি.র অনুমোদিত আই.টি.আই. হিসেবে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে তবেই আবেদন করার সুযোগ পাবেন।
বয়স-
প্রার্থীর বয়স অবশ্যই ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
বেতন - ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন। তবে ট্রেনিং শেষে চাকরি পেতেও পারেন নাও পারেন।
নিয়োগ পদ্ধতি-
প্রথমে প্রার্থীর মাধ্যমিকে পাওয়া নাম্বার অনুযায়ী এবং আই.টি.আই. পাশের সার্টিফিকেটের সাথে অন্যান্য প্রমাণপত্র দেখে একটি মেরিট লিস্ট তৈরি হবে। তারপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সবথেকে বড় ব্যাপার এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, আর কোনো ইন্টারভিউ দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ- ২৪ শে মে'র মধ্যে । অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
Official Website-
Comments