Monday, May 1, 2023

প্লেটোনিক - কবিতাবুড়ো || Pletonik - Kobita Buro || Bengali Poem || Poetry || Kobita || কবিতা

 প্লেটোনিক 

কবিতাবুড়ো



মধ্যরাতে উশ্রী নদীর ধারে 

কেউ কি ভীষণ একলা হতে পারে? 

একলা, সে তো একলা থাকা নয়

অন্ধকারে মন খারাপের জয়।। 


মধ্যরাতের উশ্রী নদীর ঢেউ

বড্ড গভীর, তল পেলো না কেউ

গভীর, আর‌ও গভীর নদীর বুকে

ভীষণ গভীর কয়েকটা ভুলচুকে,


উশ্রী তখন বয়ঃসন্ধি পার

মধ্যরাতের স্বপ্ন হারাবার

স্বপ্ন, সে তো স্বপ্ন দেখা নয়

অজান্তে এক হারিয়ে যাবার ভয়! 


উশ্রী, সে তো অন্য কারো জানি

বুকের বাঁদিক চিনচিনে হয়রানি

অতল নদী, অদৃশ্য এক প্রেম, 

আজকে না হয় পদ্য‌ই লিখলেম!!


যে কবিতার ছন্দ সবার জানা

মধ্যরাতের গন্ধে হাসনুহানা 

ফুল নদী আর পদ্য নিয়ে সাথে, 


উশ্রী না হয় প্রেমেই থাকুক

স্পর্শ নিয়ে, ঘুমভাঙা মাঝরাতে.....


No comments: