Sunday, February 20, 2022

কবিতা || রক্ত দিয়ে বাঁধা রাখী || সামসুজ জামান

 রক্ত দিয়ে বাঁধা রাখী 

 


বাংলা ভাষার গর্বের দিন একুশে ফেব্রুয়ারী।

আর যা কিছু ভুলিনা কেন তাকে কি ভুলতে পারি?

মাতৃভাষার স্বীকৃতিতে সেদিন মানুষজন

ঢাকা শহরটাকে গড়ে তুলল রণাঙ্গন।

অত্যাচারী পাকিস্তানী শাষক-পুলিশ মিলে

তরতাজা পাঁচ ছেলের রক্তে গঙ্গা বইয়ে দিলে।

বরকত,জব্বার,রফিক,সালাম,সফিউর তাদের নাম।

শহীদ হয়েই বোঝাল তারা বাংলার কী সম্মান।

ভাষাযুদ্ধে সামিল হল পদ্মার এ পার,ও পার,

আজিমপুরের গণকবরে সাক্ষ আছে তার।

মাতৃভাষার নামে মানুষের এতখানি দরদ!

তাইতো মনে প্রাণ উৎসর্গের আসে শুভবোধ।

কেউ মরেনি, কেউ মরেনি, সবাই শহীদ হল।

তাদের নামে মাতৃভাষার জয়ধ্বনি তোল।

ইউনেস্কো শ্রদ্ধায় তাই করল মাথা নত।

স্বীকৃতি দিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্রত।

মাতৃভাষার মর্যাদা কেউ দিতে ভুলোনা ।

রক্তের বিনিময়ের রাখী কখনও খুলোনা। 

No comments: