কবিতা || সেই আগের মতো || চাতক পাখি
সেই আগের মতো..
ওরে ওই সই
চল না যায় আবার
সেই সবুজ ঘেরা মাঠের পাড়ে
জংলা নদীর ধারে।
সেথায় গিয়ে আবার খেলি
খেলাম পাতি খেলা,
সেই ছোট ছোট পাথর বাটি নিয়ে
আর পায়ে ঘাসের নূপুর পড়ে।
আর আমি সেই আগের মতই
বলবো না হয় তোকে আবার
কাজ থেকে ফেরার ভান করে,
-"কি রে খাবার হলো।"
ওমনি তুই বলবি আমায়
"দাড়াও, একটু আগেই ভাত চড়িয়েছি
হাত পা তো ধও দেবো ,
ছাড়ো না হয় এখন জামা গুলো।"
আর আমিও তাই ব্যস্ত মতো
ভান করে ওই
সারা গায়ে জল ছিটিয়ে
বসবো আসন পেতে।
আর তুই কচুর পাতায়
জল গড়িয়ে
ঘেটু পাতার থালা করে
দিবি আমায় খেতে।
আর আমিও খাবো তাই
দিব্যি মনের সুখে
খাওয়ার মত
ভান টি করে মুখে।
আর তুই পিছুন হতে কলা পাতার বাতাস দিয়ে
বলবি আমায় -" আর দেবো"
আমি বলব -" না না,
এই টুকু তো পেট বলো আর কতো ঢুকে।"
Comments