Sunday, February 20, 2022

কবিতা || সুরের জলসা ঘর || রানু রায়

 সুরের জলসা ঘর



সকাল থেকেই অবসাদ মন

সুরের আকাশে ইন্দ্র পতন

লতা থেকে সন্ধ্যা

সুরের জগত বন্ধা।

সুরের জগতের যাদুকর

নিজেই তিনি রত্ন আকর

অমৃত ধামে বসেছে আসর

ত্রয়ী দের নিয়ে জলসা ঘর।

No comments: