Monday, February 7, 2022

কবিতা || সরস্বতী পূজোর সেকাল ও একাল || নীতা কবি মুখার্জী

 সরস্বতী পূজোর সেকাল ও একাল




সরস্বতী ভারতী বিদ‍্যা দাও মা

জ্ঞান আর বুদ্ধিটা ঠিকঠাক রেখো মা

বাগদেবী নামে তোমায় সকলেই জানে যে

ছেলেবুড়ো, খোকাখুকু সক্বলে মানে যে

সরস্বতী পূজো মানে ছোটদের উদ‍্যোগ

সরস্বতী পূজো মানে চিঁড়ে-গুড় মাখা ভোগ।


ভোরবেলা উঠে পড়ে পূজো দিতে হবে যে

ইস্কুলে যেতে হবে, খিঁচুড়িটা খাবে যে

বাসন্তী শাড়ী পরে ফাংশানে গান গাই

সরস্বতী বন্দনা লিখে রেখো খাতাটায় ।


দিদিমনি শিখিয়েছেন নজরুল-গীতিটা

চলবে না ফ্লিম সং, মনে রেখো কথাটা

মনে পড়ে ছোটবেলা প্রেম-প্রেম খেলাটা

ছোট ছোট প্রেম চিঠি, আড্ডার বেলাটা।


সেইসব দিন ছিলো সরল আর সুন্দর

মাসতুতো-পিসতুতো ভাইবোনের কি কদর

হাসি-মজা গান গাওয়া সুন্দর সাবলীল

খুনসুটি, হুটোপুটি, হেসে ওঠা খিলখিল।


সেই সব দিন গুলো গেছে যেন হারিয়ে

ছন্দের গতিটাও গেছে যেন ঝিমিয়ে

এখন এসেছে এক যন্ত্র, যে বলিহারি

মোবাইলে টিপটপ ,হায়! প্রাণ ছাড়ি ছাড়ি।


নাহয় কানেতে গোঁজা তার-দুটো ঝুলছে

ধ‍্যান নেই কোনোদিকে, শুধু বসে ঢুলছে

এ কি বাবা! এ কেমন সরস্বতী পূজো রে

নির্ভেজাল আড্ডাটা সব গেল ভাঁড়ে রে!

No comments: