কবিতা || পিঁড়ি পেতে দিক || রবীন বসু
পিঁড়ি পেতে দিক
ফেরিঘাট স্তব্ধ আজ, পারাপার নেই
জলের বিস্তার শুধু নিয়মমাফিক
যাত্রীরা কোথায় যাবে? ঘুরপথে ঘুরবে কতক্ষণ?
নদীপাড় সমান্তরাল, তারা তো মেলে না কোথাও
সংযোগসেতু দিয়ে যদি যাওয়া যায়
পথিকের ক্লান্ত পা অবিরাম ঘোরে হয়তো
পুরনো শহর, বুঁজে যাওয়া নদী-খাল গঞ্জগ্রাম
পার হয়ে অন্বিষ্ট আশ্রয় খোঁজে;
রাতের আকাশ আর তারাদের নিচে এই যে
শব্দহীন নিস্তব্ধতা, আকুলিত উদ্দেশ্যহীন যাত্রা
সংযোগসেতু হারিয়ে হাঁসফাঁস করছে সম্পর্ক
তাকে হাত ধরে বসাবে কে? পিঁড়ি পেতে দিক সময়
জলবাতাসায় সাবেকি আপ্যায়নে ভরে উঠুক
গেরস্তের ঘরবাড়ি আর সুবিস্তৃত ফেরিঘাট-পাটাতন
শব্দময় শাশ্বত এক লৌকিক জ্যোৎস্নায় ভিজে যাক।
Comments