হে মা সরস্বতী
সরস্বতী মাগো আমার
বিদ্যা বুদ্ধি দিয়ো,
সবার মনে ঘুচাও আঁধার
হও গো সবার প্রিয়ো।
শুভ্র বস্ত্র গায়ে পরে
বসো পদ্মাসনে ,
হস্তে দেখি পুস্তক ধরে
থাকো সবার মনে।
জ্ঞানের আলো ঢেলে দিয়ে
আঁখি মেলে দেখো,
সবার কাছে পূজো নিয়ে
সুখে যেন রেখো।
বীণাপাণি এসে তুমি
করো জগৎ আলো,
ধন্য হবে আমার ভূমি
হবে সবার ভালো।
সবার মুখে ফোটাও হাসি
এসো মধুর ভবে ,
শান্তি ঢালো রাশি রাশি
সুখে থাকবে সবে।
No comments:
Post a Comment