কবিতা || সারাদিনে একটু কিছু খুঁটে খেতে পেলেই হল || আব্দুস সাত্তার বিশ্বাস
সারাদিনে একটু কিছু খুঁটে খেতে পেলেই হল
আমার শরীরে রয়েছে কবেকার পুরনো জামা
হাজার সেলাই মারা
আমাকে দেখলেই চিনে নেয় রাস্তার পাগলেরা
আমি যে তাদেরই দলের একজন লোক
কোনদিন দেখেছ কোন পাগলের গায়ে নতুন পোশাক, চকচকে কোন জিনিস
আসলে পাগলদের কোন শখ থাকেনা
সারাদিনে একটু কিছু খুঁটে খেতে পেলেই হল...
Comments