Sunday, February 20, 2022

কবিতা || মন গোঁসাই || বন্দনা বিশ্বাস

 মন গোঁসাই




মন গোঁসাই তরে বসে রই পথ চেয়ে

কাল গণি আর এগোই শুধু দাঁড় টেনে

অকুল দরিয়ায় নাই যে তীরের খোঁজ

মিছে আশায় সাজি রোজ রোজ


জড়িয়ে পথ ছড়িয়ে রয়েছে মধুর মায়া

 নত হয়ে তাই তো রই ধুলার পথতলে

এ হৃদয় ভরাও জুড়াও ওগো দখিন হাওয়া

আগুন পলাশ হৃদয় পোড়ায় ফাগুন মাসে ।


প্রকৃতির জুড়ে রয়েছে নরম জোছনা

আজীবনের স্বপ্ন ছুড়ে দিলাম তোমার বিছানা

জাগবো সবুজ মোড়া হৃদয় অঙ্গনাতে

আসবে নতুন জোছনা চন্দন সুবাসেতে


মন গোঁসাই আবার ফিরবে কিগো

সবুজ ঘেরা আমার ভাঙা আবাস জুড়ে ।

No comments: