কবিতা || প্ল্যানচেটে বুদ্ধি || অরবিন্দ সরকার

 প্ল্যানচেটে বুদ্ধি

         



বিদ্যাবুদ্ধি নিয়ে দেবীর আসনে সরস্বতী,

          জ্ঞান তার পেটে ভরা,

প্লানচেটে ইতিহাস স্থান কাল পাত্র বদল,

          মহীয়সীর চুরি করা।

রবীন্দ্রনাথের সঙ্গে সেক্সপিয়রের সখ্যতা,

             ধরাকে বদলে সরা,

ঋষি অরবিন্দর পন্ডিচেরীতে দেহত্যাগ,

           পরনে কৌপিন পরা।

আলিপুর জেলে তাঁরে ফাঁসির কাষ্ঠে,

           শহীদ, উক্তি মনগড়া,

তাঁর স্মৃতিতে মনুমেন্ট! কিসের বিজয়?

             শহীদ মিনার ছাড়া।

গান্ধীজির অনশন ভঙ্গ ফলের রসে,

            রবিঠাকুর দেন নাড়া,

লিক্ করা বুদ্ধি বেচে,রচে নব্য ইতিহাস,

            বাঙালীরা হতচ্ছাড়া।

সহজ পথ্য গলাধঃকরণে হজমি বড়ি,

            প্রতিবাদী ভাষা হারা,

বিরুদ্ধারণে নকশাল, হাততালিতে বহাল,

           উচ্চপদে হারু আত্মহারা।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র